ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে বৈঠককালে বাংলাদেশ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।
বাংলাদেশের কূটনীতিকদের মতে, এই আলোচনার কূটনৈতিক তাৎপর্য রয়েছে, বিশেষ করে আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে। উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের জটিলতা বৃদ্ধি পাওয়ায়, এই আলোচনা আরও গুরুত্ব পায়।